Posts

Showing posts with the label কুড়িগ্রামে ১২ বছর বয়সী শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ১২ বছর বয়সী শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Image
কুড়িগ্রামের রাজারহাটের টকরাইহাট পুলের পাড় এলাকায় এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশু হলেন উপজেলার চাকিরপাশা ইউনিয়নের হারেজ আলীর ছেলে রাব্বি (১২)। স্থানীয়রা জানান, ওই ছেলেটি কোন ভাবেই আত্মাহত্যা করতে পারে না। কে বা কাহারা রাব্বিকে শ্বাসরোধ করে মেরে ফেলে ছোট একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। নিহত রাব্বিদের একটি হাঁসের খামার রয়েছে, প্রতিদিন তার বাবা হাঁসগুলোকে নিয়ে টকরাইহাট এলাকার পুলের পার নামক এলাকার ডোবাতে খাবার খাওয়াতে নিয়ে আসেন। আর রাব্বি বাবার জন্য প্রতিদিনের ন্যায় দুপুরের খাবার নিয়ে আসেন। পরে স্থানীয়রা আজ সেখানে একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলে দেখে পুলিশকে খবর দেয়, ওই সময় নিহতের বাবা ঘটনাস্থলে ছিল না বলে জানান স্থানীয়রা। রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে এটি আত্মাহত্যা। নিহতের বাবা জ্ঞান হারিয়ে বাড়িতে রয়েছে। নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদ করলে কিছু জানা যাবে। তাছাড়াও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। সুজন মোহন্ত/বার্তাবাজার/পি