Posts

Showing posts with the label কুড়িগ্রামে ভারত ফেরত পাঁচ বাংলাদেশি কোয়ারেন্টাইনে

কুড়িগ্রামে ভারত ফেরত পাঁচ বাংলাদেশি কোয়ারেন্টাইনে

Image
কুড়িগ্রামে ভারত ফেরত পাঁচ বাংলাদেশি কে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ। ভারতে চিকিৎসা শেষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ বাড়িতে ফেরত দুই পরিবারের পাঁচ সদস্যকে রবিবার (৯ মে) বিকালে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের যৌথ দল লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠায়। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল (শনিবার) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ বাংলাদেশি। এরা হলেন, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের আব্দুল করিমের ছেলে মমিনুল ইসলাম ও একই ইউনিয়নের গজেরকুটি গ্রামের কপুর উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম। অপর তিন সদস্য হলেন একই উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রামের আবু তালেব সরকার, তার স্ত্রী মাসুদা বেগম এবং মেয়ে তানবিন আক্তার। এদের মধ্যে মমিনুল ইসলাম কিডনি রোগের চিকিৎসার জন্য ভারতে যান। তার সফর সঙ্গী হিসেবে যান বুলবুল ইসলাম। আর আবু তালেব-মাসুদা বেগম দম্পতি তাদের মেয়ে তানবিনের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, ভারতে চিকিৎসা শেষ...