কুড়িগ্রামে ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ
কুড়িগ্রামে রোজাদার ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠন। সংগঠনটির কুড়িগ্রাম জেলা টিমের সহযোগিতায় সোমবার(১০ মে) বিকেলে জেলার চরের ও পথচারীদের মধ্যে ১০০ জন মানুষকে বিতরণ করা হয় এই ইফতার সামগ্রী। এছাড়াও ঈদ উপলক্ষে ছিন্নমূল মানুষ ও শিশুদের মাঝে নতুন জামা দেওয়া হবে এ সংগঠনের পক্ষ থেকে। কুড়িগ্রামসহ আরও ১০টি জেলায় এ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।সংগঠনটির উদ্যোগে গত পহেলা রমজান থেকে শুরু হয় এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম যা চলবে শেষ রমজান পর্যন্ত । প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার দুস্থ মানুষ পাচ্ছেন এই ইফতার সামগ্রী । শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, গত ৭ বছর ধরে টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ১১ জেলায় প্রায় ৫ শতাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়ে আসছে এ সংগঠনটি। তারই ধারাবাহিকতায় নিজেরা রান্না করে টাঙ্গাইলের রাস্তায় ছিন্নমূল অসহায় ও দরিদ্র খুঁজে খুঁজে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ১১টি জেলায় প্রায় ৯ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। কুড়িগ্রাম জেলা টিমের আ...