Posts

Showing posts with the label কুড়িগ্রামে গরিবদের টাকা আত্মসাত

কুড়িগ্রামে গরিবদের টাকা আত্মসাত, চেয়ারম্যান আটক

Image
ডেস্ক রিপোর্ট: ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে পুলিশ তাকে আটক করে। থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, গুনাইগাছ ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দের মালামাল সঠিকভাবে বিতরণ মনিটরিংয়ের জন্য নিয়োজিত আছেন ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী। তিনি অভিযোগ করেছেন, ভিজিএফ কর্মসূচির বরাদ্দের টাকা ২ হাজার ৯৬৫ জন উপকারভোগীদের জনপ্রতি ৪৫০ টাকা করে বিতরণ না করে ১৩ লাখ ৩৪ হাজার ২৫০ টাকা আত্মসাত করেছেন চেয়ারম্যান। পরে তার অভিযোগের ভিত্তিতে ওই চেয়ারম্যানকে আটক করা হয়। ওসি আরও জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডের প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি জানান, ঈদ উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় মাথাপিছু নগদ ৪৫০ টাকা করে দেওয়ার জন্য গুনাইগাছ ইউনিয়নে ৬ হাজার ১৭৮ জন উপকারভোগীর জন্য ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অবস্থায় ...