কুড়িগ্রামে কেজিতে মিলছে তরমুজ
মৌসুমের শেষ দিকেও কুড়িগ্রামের বাজার গুলোতে তরমুজ মিলছে অহরহ। জেলার সবগুলো ফলের দোকানে ভালোই দেখা যাচ্ছে গ্রীষ্মকালীন এই ফলটি। তবে ফলের চাহিদা এত থাকলেও নিজেদের সাধ্যমত ফল কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। কেননা কুড়িগ্রামের বাজারগুলোতে মৌসুমী এই ফলটি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। একেকটি তরমুজ ৪ থেকে ৫ কেজি ওজনের হওয়ার কারণে হাতের নাগালে তরমুজ থাকলেও তার স্বাদ নিতে পারেন না অনেকেই। কেননা একেকটি ৪-৫ কেজি ওজনের তরমুজের দাম ২০০ থেকে ২৫০ টাকা পড়ছে। তরমুজ বিক্রেতারা পিস হিসেবে কৃষকদের কাছ থেকে কিনে সেই তরমুজ কেজি দরে বিক্রির কারণে মাঝে-মধ্যে অনেক ক্রেতাকেও দেখা যায় বাক-বিতন্ডা করতে,তারপরও পিস হিসেবে মেলেনা তরমুজ। কুড়িগ্রাম জিয়া বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতা মাসুদ রানা বলেন,”কিছুদিন আগে খবরে দেখলাম কয়েকটি জায়গায় তরমুজ কেজি দরে বিক্রি করার কারনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তারপর থেকে অনেক জায়গায় পিস হিসেবে বিক্রি হচ্ছে তরমুজ । কিন্তু আমি পিস হিসেবে তরমুজ কিনতে পারছি না,তারা কেজি ৫৫ টাকা করে চাচ্ছে।” মৌসুমের শেষ দিকে এত তরমুজ থাকার পরও কেজিতে বিক্রির কারণ হিসেবে পাইকারী বিক্রেতাকে...