কামরুল হাসান মামুন: শহরের নাম ভেনিস
কামরুল হাসান মামুন: একসময় ঢাকা শহরে মাকড়শার জালের মত যেইভাবে নদী নালা খাল বিস্তৃত ছিল তাতে প্রাকৃতিকভাবেই অন্যরকম ভেনিস হতে পারতো। দুর্ভাগ্য এই শহরকে যারা চালিয়েছে তাদের সেই ভিশন ছিল না। ছবিটার দিকে একবার তাকিয়ে দেখুনতো। পানিতে একটা কাগজের টুকরাও দেখতে পাচ্ছেন? সভ্য দেশে কোনদিন কেউ ভুল করেও একটা কাগজের টুকরা যেখানে সেখানের কথা বাদ দিলাম নদী খালে অবশ্যই না। ছবিতে যে বাড়িগুলি দেখছেন সেগুলো ন্যূনতম ৩০০ থেকে ৪০০ বছরের পুরোনো। আমাদের সিমেন্টের বিজ্ঞাপন দেয়: বাড়ি বানাচ্ছ ঠিক আছে যেন ১০০ বছর টিকে। বাহির থেকে এই বাড়িগুলো ময়লা ময়লা মনে হলেও ভেতরে কিন্তু একদম আধুনিক ঝকঝকে তকতকে। পুরো পান্থপথ রাস্তাটাই একটা খাল ছিলো। এরশাদ সেটার মাটি ভরাট করে রাস্তা বানিয়ে গেছে। অথচ সেটা থাকলে আজকে হাতিরঝিলের সাথে ধানমন্ডি লেক সংযুক্ত থাকতো এবং লম্বা বিস্তৃত একটা পানির পথ হতো। ধানমন্ডি থেকে গুলশান যাওয়ার কত সুন্দর পথ হতো। আমাদের বুড়িগঙ্গার সধরঘাটে একবার যান। নদীর পার যেমন ময়লার ভাগাড় নদীর পানিও নর্দমার পানির মত। অথচ এই নদী ব্যবহার করে শত শত লঞ্চ চালিয়ে কতজনে কোটিপতি। তার এক কিয়দংশও যদি পরিষ্কারের ক...