Posts

Showing posts with the label কাকন রেজা: বিমান ছিনতাই এবং সাংবাদিকতার শক্তি

কাকন রেজা: বিমান ছিনতাই এবং সাংবাদিকতার শক্তি

Image
কাকন রেজা : সাংবাদিকতার শক্তি কতোটা তার প্রমাণ বেলারুশের সাংবাদিক রোমান প্রোতাসেভিচ। যাকে ধরতে ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’ হিসেবে খ্যাত বেলারুশেরপুর প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো বিমান ছিনতাইয়ের মতন ঘটনা ঘটিয়েছেন। বোমা হামলার ভয় দেখিয়ে রোমানকে বহনকারী বিমানের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছেন তিনি! শাসকরা সাংবাদিকদের ভয় পান। এমনকি যারা সামাজিক মাধ্যমে লেখেন, তাদেরও ভয় পান তারা। নিরীহ কবিদের কবিতাকে নিয়েও ভয় তাদের। যেন কবিতা ভয়ংকর বিস্ফোরক কোনো। ফলে মরতে হয় মিয়ানমারের কবি খেত থি’কে। যিনি লিখেছিলেন, ‘তারা মাথায় গুলি করে, কিন্তু তারা জানে না বিপ্লব থাকে হৃদয়ে।’ আর ভারতের আমির আজিজে’র কথা সবারই জানা। সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে’, এই লাইনটাকে কী পরিমাণ ভয় পায় ভারতের হিন্দুত্ববাদী শাসকরা। ২৭ বছর ধরে ক্ষমতায় আছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো। মানসাঙ্কের হিসেবে সাংবাদিক রোমানের জন্ম তারও একবছর পর। যার ক্ষমতার সমান বয়স নয়, তাকে ভয় পান সেই প্রবল প্রতাপের প্রেসিডেন্ট। কেন ভয় পান তার জবাবটা তুলে দিই সামাজিকমাধ্যমে করা এক বেলারুশ নাগরিকের বক্তব্য থেকেই। যে বক্তব্য প্রক...