Posts

Showing posts with the label কর্মস্থলে ফিরছে মানুষ

কর্মস্থলে ফিরছে মানুষ, পাটুরিয়ায় যাত্রীদের ভিড়

Image
ডেস্ক রিপোর্ট: ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। শনিবার সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের ভীড় দেখা গেছে। ফেরিঘাটে ১৭টি ফেরি সচল থাকায় কোন রকম দূর্ভোগ ছাড়াই রাজধানীতে ফিরছে যাত্রীরা। তবে, রাজধানীতে ফিরতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঢাকাগামী ফরিদপুরের আব্দুস সোবাহান জানান,  রোববার থেকে অফিস খোলা তাই বাধ্য হয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে। ফেরি পার হতে কোন সমস্যায় পড়তে হয়নি। অনেক গুলো ফেরি চলাচল করায় ফেরিতে ভোগান্তি নেই। যশোর থেকে আগত কর্মজীবী নারী রেহেনা বেগমসহ কয়েক যাত্রী অভিযোগ করে বলেন, লোকালবাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোবাইকই ঢাকায় যাবার বাহন। এসব যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, বহরে ১৭টি ফেরির মধ্যে সবগুলো ফেরিই সচল রয়েছে। যাত্রী ও যানবাহনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। সূত্র: ডিবিসি