করোনায় সীমান্তবর্তী জেলাগুলোয় আশঙ্কাজনক হারে মৃতের সংখ্যা বাড়ছে
নিউজ ডেস্ক: করোনায় মৃত ১০৪ জনের মধ্যে ৩৫ জন খুলনা বিভাগে। রাজশাহী বিভাগে সাত আর রংপুর বিভাগে নয়জন মারা গেছেন। সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। লকডাউন দিয়েও লাগাম টানা যাচ্ছে না সীমান্তবর্তী জেলার সংক্রমণ ও মৃত্যু হারে। এদিকে করোনা সংক্রমণে এপ্রিলের পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি বলছে, যেখানে সংক্রমণ হার বেশি সেখানে মৃত্যুও বেশি হচ্ছে। সীমান্তবর্তী প্রায় সব জেলায় যেখানে সংক্রমণ বেশি সেখানে মৃত্যুও বেশি হচ্ছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. রোবেদ আমিন স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন। তিনি বলেন, ‘সংক্রমণ হার যদি এভাবেই গুনতে থাকি তাহলে অচিরেই যেসব বেড খালি আছে তা আর থাকবে না। আইসিইউ বেডও পূর্ণ হতে বেশি সময় লাগবে না। এজন্য আমাদের যেসব স্থান দিয়ে বিদেশ থেকে মানুষ আসছে সেখানে হাউস ট্রেনিং করা জরুরি। তাহলে অনেক বেশি উপকার পেতে পারি।’ গতকাল স্বাস্থ্য অধিদফতরসূত্রে জানা যায়, ঢাকা বিভাগে ২৭, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে সাত, খুলনায় ৩৫, বরিশালে দুই, রংপুরে নয় ও ময়মনসিংহে পাঁচজন মারা গেছেন। তবে আমাদের নিজস্ব প্রতিবেদক সামছুজ্জামান শাহীন জানিয়েছেন, গত ২৪ ঘণ্ট...