Posts

Showing posts with the label করোনায় একদিনে আরও ৫০ জনের মৃত্যু

করোনায় একদিনে আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত কমেছে

Image
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৫৫ জনে। গতকাল ৬১ জন মারা গিয়েছিল। এছাড়াও নতুন করে আরও ১ হাজার ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৯১৪ জন। বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।