Posts

Showing posts with the label করোনায় অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু

করোনায় অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু

Image
ডেস্ক রিপোর্ট : নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকালে তিনি মারা যান। বিষয়টি জানিয়েছেন হাসপাতালের গভর্নিং বডির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন। মারা যাওয়া চিকিৎসকের নাম দিনার জেবিন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। এস এম মোরশেদ হোসেন বলেন, ‘তিন সপ্তাহ আগে জেবিন করোনা আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর একদিন আমাদের (মা ও শিশু হাসপাতাল) হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তার পরিবার তাকে নগরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। বাদ জুমা দেওয়ানহাট ফায়ার ব্রিগেডের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি আরও বলেন, ডা. দিনার জেবিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যে কারণে তার শরীরের ইমিউনিটি কম ছিলো। অন্তঃসত্ত্বা থাকার কারণে করোনার সব ওষুধও তার ওপর প্রয়োগ করা সম্ভব হয়নি। তিনি মারা যাওয়ার পেছনে এটি কারণ বলে মনে করছি। বাংলা ট্রিবিউন The post করোনায় অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .