করোনার মধ্যেই বিশ্বজুড়ে দ্বিতীয়বারের মত ঈদের প্রস্তুতি
মহামারি করোনার মধ্যেই ২য় বারের মত পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করতে যাচ্ছে মুসলিম বিশ্ব। করোনা সংক্রমণ ঠেকাতে ঈদকে সামনে রেখে লকডাউনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যসহ বেশকিছু মুসলিম দেশ। কোন কোন দেশে আবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। ফলে নানা বিধিনিষেধের বেড়াজালে এবারও ঈদ আনন্দ অনেকটাই মলিন। এপ্রিলের শুরু থেকেই তুরস্কে করোনা সংক্রমণ ব্যাপক বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল ২৯শে এপ্রিল তিন সপ্তাহের লকডাউন দেয় সরকার যা চলবে ঈদের পর ১৭ই মে পর্যন্ত। এসময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। ঈদের ছুটিতে বন্ধ থাকবে সব পর্যটন ও বিনোদনকেন্দ্র। এক শহর থেকে আরেক শহরে যেতে লাগবে সরকারি অনুমতিপত্র। ঈদকে সামনে রেখে ১৫ই মে পর্যন্ত কঠোর লকডাউন দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু, রাওয়ালপিন্ডি, খায়বার পখতুনখোয়া এবং কাশ্মীরের প্রাদেশিক সরকার। চলবে না গণপরিবহন। বন্ধ থাকবে পর্যটন ও বিনোদন কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল এবং বাজার। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে হওয়ায় লকডাউন দেয়নি সৌদি আরব। ঈদের আগে ক্রেতাদের ভিড় কমাতে ফজরের নামাজের পর থেকেই শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নি...