Posts

Showing posts with the label করোনার পরে গানে ফিরেছেন লিজা

করোনার পরে গানে ফিরেছেন লিজা

Image
বিনেদিন ডেস্ক: ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা ঈদের বেশ আগে থেকেই দীর্ঘ সময় ধরে কাজ করেন নি। মূলত করোনা পরিস্থিতির কারণেই তার এমন বিরতি। পাশাপাশি পরিবারকেও সময় দিয়েছেন। তবে সম্প্রতি সচেতন থেকে নতুন করে কাজে ফিরেছেন এ গায়িকা। ফিরেই বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানের শুটিং করেছেন। বিষয়টি নিয়ে লিজা বলেন, ঈদের আগে থেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। এর মধ্যে দেশের বাড়িও গিয়েছি। মূলত করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই দূরে ছিলাম কাজ থেকে। তবে এবার স্বাস্থ্যবিধি যতটুকু মানা সম্ভব সেটা মেনেই শুটিং ও গান শুরু করেছি। এর মধ্যে বিটিভি’র ‘স্মৃতিময় গান’ শিরোনামের একটি অনুষ্ঠানের শুটিং করলাম। আরও কয়েকটি রেকর্ডিংয়ের কাজও হাতে আছে। দেখা যাক কতদিন কাজটা চালিয়ে যেতে পারি। কারণ করোনা পরিস্থিতি কিন্তু এখনো ভালো নয়। এদিকে এতদিন কাজে বেশ ভালো চলছে। ‘পাখি’ শিরোনামের এ গানটি সম্প্রতি ৬ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এখানে তার সহশিল্পী বেলাল খান। গানটির ভিডিওতেও পারফরম করেছেন লিজা ও বেলাল। গানটি নিয়ে লিজা বলেন, এটি মজার একটি গান। গানটির অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিও করা হয়েছে। তবে মানুষ এতটা ভালোভাবে ন...