করোনা: হাসপাতালগুলোতে শয্যা সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা
নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশের খুলনা ও রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরো অর্ধশত রোগী মারা গেছেন। এ দুটি বিভাগের হাসপাতালগুলোতে করোনা রোগীর ভিড় দিনদিন বাড়ছে। বহু হাসপাতালে শয্যাসংকটের কারণে অতিরিক্ত রোগীরা পর্যাপ্ত চিকিত্সা না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। ‘আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা খালি নেই’ বলে কোনো কোনো হাসপাতাল সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এদিকে দেশে করোনার প্রাদুর্ভাব প্রায় দেড় বছর হতে চললেও এখন পর্যন্ত রংপুর বিভাগের ছয় জেলায় একটি আইসিইউ শয্যারও ব্যবস্থা করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। রংপুরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু রংপুর বিভাগে করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর মধ্যে দিনাজপুর জেলার পাঁচ জন, ঠাকুরগাঁওয়ের চার জন, গাইবান্ধার দুই জনসহ রংপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ের এক জন করে রয়েছেন। একই সময়ে নতুন করে ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। সরেজমিনে জানা গেছে, জেলা শহরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে কোনো শয্যা ফাঁকা নেই। বিভাগের আট জেলায় দেড় কোটির বেশি মানুষের জন্য আইস...