ওমান ম্যাচ নিয়ে চিন্তায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে হারের তিক্ততা ভুলে শেষ ম্যাচে ইতিবাচক খেলার প্রত্যয় বাংলাদেশের ফুটবলারদের। এদিকে, কার্ড জনিত সমস্যা ও ইনজুরির কারনে বেশকজন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকায় কিছুটা চিন্তিত হলেও, ওমানের বিপক্ষে দলের বাকি ফুটবলাররা প্রত্যাশার প্রাপ্তি ঘটাবে। বিশ্বাস দলের ম্যানেজার ইকবাল হোসেনের। বিশ্বকাপ বাছাইপর্বের কাতার মিশনের শুরুটা আশা জাগানিয়া ছিলো বাংলাদেশের। আফগানিস্তানের সাথে লড়াই করে ১-১ গোল ড্র করে বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট পেয়েছিলো জেমি ডের দল। তবে পরের ম্যাচে ভারতের কাছে হারের তেঁতো স্বাদ পায় লাল-সবুজরা। সেই হারের তিক্ততা ভুলে এখন অপেক্ষা ওমানের বিপক্ষে শেষ ম্যাচের। তবে শেষ ম্যাচ মাঠে নামার আগেই ছিটকে গেছেন জামাল ভুঁইয়াসহ চার ফুটবলার। পছন্দের ফুটবলারদের ওমানের বিপক্ষে না পেয়ে কিছুটা হলেও হতাশ টিম ম্যানেজম্যান্ট। তারপরও দলের বাকি ফুটবলারদের নিয়ে লড়াই করতে প্রস্তুতিতে তেমন ঘাটতি রাখতে চান না কোচিং স্টাফরা। বুধবার (০৯ জুন) সকালে জীম ও সুইমিং সেশনে সময় পার করেন তপু-রাকিব-মতিন মিয়ারা। বিকেলে কাতার ইউনিভার্সিটি মাঠে ৪৫ ডিগ্রী তাপমাত্রা উপেক্ষা করে কঠোর অনুশীলন করে ফুটবলাররা...