Posts

Showing posts with the label এম আমির হোসেন: দুঃখের সৌন্দর্য বোঝা যায়

এম আমির হোসেন: দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে

Image
এম আমির হোসেন: স্মৃতি রোমন্থন করে সুখ পাওয়ার জন্য কিংবা দুঃখ-বিলাসিতা করার জন্য হলেও জীবনে একটা লেভেলের সাফল্য লাগে। হোক তা বৈষয়িক সাফল্য বা সৃষ্টির সাফল্য কিংবা খ্যাতিলাভের সাফল্য। হাসন রাজা প্রাসাদে বসেই বুঝেছিলেন, ‘ঘর-বাড়ি ভালা না আমার’! শোনা যায়, লালন ফকিরের মৃত্যুর পর তাঁর ঘরে নগদ আড়াই হাজার টাকা পাওয়া গিয়েছিল, যা সেই সময়ে পরিমাণে কম ছিলো না। এটা কি ‘জাতে মাতাল তালে ঠিক’ অবস্থা? আমি তা মনে করি না। সাফল্যহীন জীবন মূলত হতাশার জীবন। হতাশ মানুষের ভাবনা তার হতাশাকে কেন্দ্র করেই ঘূর্ণি খেতে থাকে। হতাশ মানুষের সৃষ্টি মূলত তার হতাশারই বিলাপ। শিল্প-সাহিত্য মানে কেবল ডিপ্রেশড মানুষের বিলাপ নয়। তাই মোটামুটি মানের হলেও জীবনে সাফল্যের একটা পথ খুঁজুন। কর্মজীবনের সাফল্য, সৃষ্টির সাফল্য কিংবা খ্যাতিপ্রাপ্তির সাফল্য যা-কিছু হোক একটা কিছু খুঁজে নিন। একবারের জন্যই এই মানবজন্ম। যা করার তা করতে হবে এক জীবনেই, তা-ও আবার বয়স থাকতে থাকতে। সুস্থ থাকা অবস্থাতেই তা করার চেষ্টা করুন। শরীর বিগড়ে গেলে তো সব শেষ! দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে। ক্রমাগত দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকলে...