এবারও বিদেশিরা হজ পালন করতে পারবে না!
মহামারি আকার ধারণ করা করোনা সংক্রমণের কারণে টানা দ্বিতীয়বারের মত পবিত্র হজ পালনে বিদেশিদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে সৌদি আরব। হজ সংশ্লিষ্ট দু’টি সুত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। করোনার নতুন ধরণের কারণে সারাবিশ্ব এখন তটস্থ। এরই মধ্যে রয়টার্সের খবরে বলা হয়, বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা হয়েছে তবে এটি চূড়ান্ত হয়নি। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এর আগে কর্তৃপক্ষ বিদেশি হজযাত্রীদের অনুমতি দেওয়ার যে পরিকল্পনা করেছিল তা বাতিল করা হয়েছে। কেবল দেশের ভেতরে যারা টিকা নিয়েছেন এবং অন্তত ছয় মাস আগে করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়া বয়সভিত্তিক বিধিনিষেধ থাকবে। দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, প্রাথমকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল করোনা টিকা নেওয়া কিছু সংখ্যক বিদেশিদের অনুমতি দেওয়া হবে। তবে টিকার ধরণ ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তি এবং নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে কর্মকর্তারা সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, প্রতি বছর ২৫ লক্ষেরও বেশি মানুষ হজ করতে সৌদি আরব যায়। যার ফলে প্রত্যেক বছর দেশটির আয় হয় ১২ বিলিয়ন ডলার। বার্তা বাজার/এসজে...