এবার সৈকতে ভেসে এলো ১০ ফুট লম্বা ডলফিনের মৃতদেহ
পটুয়াখালীতে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ডলফিনের মরদেহ ভেসে এসেছে। রোববার (০৯ মে) সকালে সাগরের জোয়ারের সৈকতের লেম্বুরবন বালুচরে এটি আটকে যায়। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। তাছাড়া এর শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে এটি তিনদিন আগে মারা গেছে। তবে তার শরীর থেকে রক্ত ঝড়ার দাগ রয়েছে। রাজু নামে স্থানীয় এক পরিবেশকর্মী জানান, ডলফিনটির শরীর ফুলে রয়েছে। বিভিন্ন স্থানে পচন ধরেছে। কুয়াকাটায় পর্যটকদের আগমন বন্ধ থাকলেও সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে স্থানীয় দেখতে ভিড় করছে। গভীর সমুদ্রে মাছ ধরা জালে আটকা পড়ে কিংবা জেলেদের ট্রলারের আঘাতে ডলফিন মারা যেতে পারে বলে স্থানীয় জেলেরা জানান। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, কুয়াকাটায় মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। ডলফিন পচে যাতে পরিবেশ নষ্ট না হয় এজন্য সৈকতে মাটি চাপা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বার্তা বাজার/এসজে