Posts

Showing posts with the label এবার প্রাইম ব্যাংকের কার্ডেও ১০ ই-কমার্সে লেনদেন স্থ‌গিত

এবার প্রাইম ব্যাংকের কার্ডেও ১০ ই-কমার্সে লেনদেন স্থ‌গিত

Image
নিউজ ডেস্ক: ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি অনলাইন মার্চেন্টে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন স্থ‌গিত করেছে প্রাইম ব্যাংক। এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এম‌টি‌বি), ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকও একই নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি ইউসিবি ও সিটি ব্যাংকও তাদের গ্রাহকদের এসব অনলাইন মার্চেন্টে লেনদেনের বিষয়ে সতর্ক করেছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো : ইভ্যালি, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি। শ‌নিবার (২৬ জুন) প্রাইম ব্যাংক এক নি‌র্দেশনায় এ ১০টি অনলাইন মার্চেন্টের স‌ঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন সাম‌য়িক স্থ‌গিত করে। এ বিষয়ে বিস্তারিত জানতে ১৬২১৮ নম্বরে যোগাযোগ করতে বলা হ‌য়ে‌ছে। প্রাইম ব্যাংকের কল সেন্টা‌রে ফের‌দৌস না‌মে দা‌য়িত্বরত কর্মী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আগে বৃহস্প‌তিবার (২৪ জুন) একই নি‌র্দেশনা দেয় এম‌টি‌বি ও ঢাকা ব্যাংক। গত বুধবার (২৩ জুন) গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় ব্যাংক এশিয়া জানায়, ‘টেকনিক্যাল কারণে ব্যাংক এশিয়ার কার্ডে কিছু লোকাল ...