Posts

Showing posts with the label এবার চীনের মঙ্গল জয়: চীনা ‘জুরং’ নামের রোভার মঙ্গলের বুকে সফল অবতরণ

এবার চীনের মঙ্গল জয়: চীনা ‘জুরং’ নামের রোভার মঙ্গলের বুকে সফল অবতরণ

Image
ডেস্ক রিপোর্ট : গত সপ্তাহে চীনের একটি রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়েছিলো। তখন অনেকেই চীনের সমালোচনা করেছিলো। এবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আজ শনিবার মঙ্গলের মাটি স্পর্শ করেছে চীনা নভোযান ‘তিয়ানওয়েন-১’-এর অংশ ‘জুরং’ নামের রোভার। গত ফেব্রুয়ারি থেকে মঙ্গলের কক্ষপথে ঘুরছে এই মহাকাশযান। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মঙ্গলের উত্তরাঞ্চল ‘ইউটোপিয়া প্লানিশিয়া’ থেকে নমুনা সংগ্রহ করবে ছয় চাকা-বিশিষ্ট রোবট ‘জুরং’। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নভোযান (রোভার) ‘পারসিভিয়ারেন্স’ এরই মধ্যে মঙ্গল গ্রহের লালমাটিতে নানা কীর্তি গড়েছে। এবার মঙ্গলে হাজিল হলো তার এক দোসর। মঙ্গলে অবতরণের মতো কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করায় চীনা নভোযানের এই কীর্তিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে চীন মঙ্গলে কোনো রোভার অবতরণ করাতে সফল হলো। ‘জুরং’ শব্দের অর্থ ‘অগ্নিদেব’ বা ‘গড অব ফায়ার’। এখন সব কিছু ঠিকঠাক থাকলে অন্তত ৯০টি মঙ্গলীয় দিবস সেখানে অবস্থান করবে জুরং। এই দীর্ঘ সময়ে নানা নমুনা সংগ্রহ করবে ওই রোভার। এটি খতিয়ে মঙ্গলপৃষ্ঠের গঠন দেখবে। বরফের সন্ধান ...