এবার চাঁদপুরের বউ হলেন আমেরিকার নারী
নিউজ ডেস্ক: আমেরিকা প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর বান্ধবীকে বিয়ে করলেন বড় ভাই। এই নববধূ নিজেও আমেরিকার নাগরিক। শনিবার (৫ জুন) দুপুরে চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে এই বিয়ে সম্পন্ন হয়। প্রেমের টানে সুদূর আমেরিকা ছেড়ে কৃষ্ণাঙ্গ এই নারী বাংলাদেশে ছুটে আসেন। পরে নিজের বান্ধবীর বোনের বড় ভাইকে বিয়ে করেন তিনি। শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। তবে বিয়েতে শুধুমাত্র কনে একা থাকলেও বরের নিকটতম কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন। এদিকে, গ্রামের বাড়িতে বিদেশি বউ। এমন দৃশ্য দেখতে শনিবার বিকেল থেকে প্রধানিয়া বাড়িতে শত শত নারী পুরুষ ভিড় করেন। অন্যদিকে, আমেরিকার নারীর সঙ্গে বিয়ে হলেও তাদের সম্পর্কের গোটা বিষয়টি গোপন রাখতে চান বাংলাদেশি বর। চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রাম। এই গ্রামের প্রধানিয়া বাড়িতে সম্পন্ন হয় ভিনদেশির নারীর সঙ্গে স্বদেশি বরের এই বিয়ে। বিয়েতে বর-কনের সমৃদ্ধ ও সুখী ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। আর কনের নাম হচ্ছে জোনস্ জিইনাবচন। বরের নাম শাহাদাত হোসেন। তিনি ওই গ্রামের মো. কামাল উদ্দিন প্র...