Posts

Showing posts with the label এবার ইনস্টাগ্রামে মমতার ছবি বিকৃত করে ‘রাক্ষসী’ আখ্যা কঙ্গনার

এবার ইনস্টাগ্রামে মমতার ছবি বিকৃত করে ‘রাক্ষসী’ আখ্যা কঙ্গনার

Image
টুইটারে মনের কথা বলার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর এবার ইনস্টাগ্রামকে হাতিয়ার করেই সব ক্ষোভ ঝাড়ছেন বলিউডে বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত অভিনেত্রী কঙ্গনা। বৃহস্পতিবার (৬ মে) রাতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। এবার মমতার একাধিক ছবি বিকৃত করে, কুরুচিকর কথা লিখে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে স্টোরি পোস্ট করেন কঙ্গনা। সরাসরি তাকে ‘রাক্ষসী’ আখ্যা দেন অভিনেত্রী। তার অভিযোগ, ‘মমতার রাজত্বে হিন্দুদের গণহত্যা হচ্ছে।’ নেটমাধ্যমে কঙ্গনার এসব কুরুচিকর কথা চোখ এড়ায়নি কারোরই। মুখ্যমন্ত্রীকে আবারও এমন কুরুচিকর আক্রমণ করায় শুরু হয়েছে নিন্দার ঝড়। এর পরেই কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। বৃহস্পতিবার বিধাননগর থানায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। তিনি বলেন, ‘কঙ্গনা রানাউত একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। পদ্মশ্রী সম্মান পেয়েছেন। এমন কাজ করা ওর শোভা পায় না। আমাদের দলের মতাদর্শ উনি না-ই মানতে পারেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে অসম্মান করতে পারেন না।’ ঋজু মনে করেন, কঙ্গনার এ ধরনের পোস্ট পশ্চিম...