Posts

Showing posts with the label এক কেজি আইস মাদকসহ রোহিঙ্গা যুবক আটক

এক কেজি আইস মাদকসহ রোহিঙ্গা যুবক আটক

Image
কক্সবাজারের টেকনাফে আইস মাদকসহ (ক্রিস্টাল মেথ) মো. হামিদ (১৯) নামের এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্লেদা রোহিঙ্গা শিবিরের মৃত মো. হোসেনের ছেলে। শনিবার (৮ মে) দুপুর ১টার দিকে একই ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের পাশে হাফছা ভাত ঘরের সামনে হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আব্দুল্লাহ মো. শেখ সাদী। তিনি জানান, মাদক বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া জামে মসজিদের পাশে প্রধান সড়কে অভিযান চালায় র‍্যাব। এসময় র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে পালানোর সময় ধাওয়া করে ১ কেজি আইস মাদকসহ (ক্রিস্টাল মেথ) তাকে আটক করা হয়। ধৃত যুবককে জব্দকৃত মাদকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা। বার্তাবাজার/ভিএস