ফুঁসছে আন্দামান সাগর, উপকূলে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ
নিউজ ডেস্ক: ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হচ্ছে যশ। ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দিঘা থেকে ৬৩০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এখন। আলীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা সঞ্জীব ব্যানার্জির বরাতে আনন্দবাজারপত্রিকা অনলাইন এমন খবর দিয়েছে। রোববার (২৩ মে) থেকেই ফুঁসছে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের আশপাশের এলাকা। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, সোমবার সকালে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তখন এটির নাম দেওয়া হবে যশ। বুধবার সন্ধ্যা নাগাদ পারাদ্বীপ এবং সাগর দ্বীপের মাঝে কোনও এলাকায় আছড়ে পড়বে যশ। মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে যশ। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে ৮০ কিলোমিটার পর্যন্তও হতে পারে। এদিন উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাসহ হাওড়া, হুগলিতে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে সঙ্গে বাতাসের গতিবেগও। ওই দিন সর্বোচ্চ ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে চলার সম্ভাবনা রয়েছে। গত ১০ দিনের মধ্যে ভারতে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় হবে। এর আগে গত ১৭ মে তাউতের ঘূর্ণ...