Posts

Showing posts with the label ঈদের পোশাকের সঙ্গে কিনুন মানানসই ভ্যানিটি ব্যাগ

ঈদের পোশাকের সঙ্গে কিনুন মানানসই ভ্যানিটি ব্যাগ

Image
হাল ফ্যাশনে পোশাকের সঙ্গে থাকা চায় মানানসই ব্যাগ। বর্তমানে সাজসজ্জার অন্যতম এক অনুষঙ্গ হলো ফ্যাশনেবল ব্যাগ। যে সে ব্যাগ হলে আবার পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঈদের ফ্যাশনেও থাকা চায় মানানসই লেডিস ভ্যানিটি ব্যাগ। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন! লকডাউনের কারণে রোজার শুরু দিকে মার্কেট শপিংমল খোলা না থাকায়, এখন এসব স্থানে ভিড় বাড়ছে। তাই সতর্ক থেকেই কেনাকাটা করা উচিত। ঈদেরি সবাই কমেবেশি নতুন পোশাক নিশ্চয়ই কিনছেন! জানেন কি, পোশাকের ধরনের উপর অনেকটাই নির্ভর করে আপনি কেমন ব্যাগ ক্যারি করবেন। ডিজাইনার পোশাক, ট্রেন্ডি গয়নার সঙ্গে মানানসই ব্যাগ না থাকলে সাজটাই যেন সম্পূর্ণ হয় না। জেনে নিন ঈদে পছন্দের পোশাকের সঙ্গে কীভাবে মানানসই ভ্যানিটি ব্যাগ বেছে নিবেন- লেদার ব্যাগ চামড়ার ব্যাগ সবারই পছন্দের। এখন বিভিন্ন রঙের চামড়ার ব্যাগ পাওয়া যায়। এগুলো যদিও দামে একটু চড়া; তবে বেশ টেকসই। পার্টি লুক থেকে শুরু করে অফিস, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই মানানসই লেদারের ব্যাগ। গাঢ় রং থেকে শুরু করে হালকা বিভিন্ন রঙের লেদারের ছোট-বড় ভ্যানিটি ব্যাগ বা পার্স পেয়ে যাবেন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বা চাইলে...