ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ কিংবা যুদ্ধবিরতি কোনোটাই কি কাঙ্ক্ষিত সমাধান?
মোজাফ্ফর হোসেন : আমরা যখন ফিলিস্তিনদের জন্য দোয়া করি, তখন আসলে আমরা কোন ফিলিস্তিনদের জন্য দোয়া করি? কাদের আমরা সাহায্য করার কথা বলি? ফিলিস্তিনি পরিষ্কারভাবে দুটি অংশে বিভক্ত। একটি অংশ, যাকে আমরা ফিলিস্তিন সরকার বা কর্তৃপক্ষ বলি, সেটা চালায় ফাতাহ। অন্যদিকে যে অংশ ইসরাইল দ্বারা আক্রান্ত, সেই গাজা অঞ্চলটি চলে হামাসের নেতৃত্বে। ২০০৬ সালের নির্বাচনে হামাস জেতার পরও ফাতাহ তাদের ক্ষমতা দেয়নি। ফলে হামাস জোর করে গাজার নিয়ন্ত্রণ নিয়েছে। গাজায় তারা চালু করেছে পৃথক প্রশাসনিক ব্যবস্থাপনা। সেখানকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, হাসপাতাল, রাজস্ব সংগ্রহ, নিরাপত্তা আর মিসর ও ইসরায়েলের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা সবকিছুই হামাসের অধীনে। ফলে একটা দেশে দুটি সরকার কাজ করছে। বলা চলে: একদেশ, দুটি রাষ্ট্র। বিশ্বে ফাতাহ বৈধ, হামাস অবৈধ। ফলে সারা বিশ্বে তাদের যে অ্যাম্বাসি সেটা ফাতাহর। হামাসের সঙ্গে তার সম্পর্ক নেই। পশ্চিমা বিশ্বের কাছে হামাস একটি সন্ত্রাসী সংগঠন। ফিলিস্তিনের কেন্দ্র সবসময় চায় গাজার ওপর ফিলিস্তিনের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। কিন্তু হামাস সেটা হতে দেবে না। তার কিছু কারণও আছে। গাজা ফিলিস্তিন কে...