ইউরোপের কিছু ফ্লাইট আটকে দিল রাশিয়া
ডেস্ক রিপোর্ট : মধ্য আকাশ থেকে উড়োজাহাজ ঘুরিয়ে নিয়ে ভিন্নমতালম্বী এক সাংবাদিককে গ্রেপ্তার করার জেরে বেলারুশের সঙ্গে আকাশপথের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করেছে ইউরোপের বেশির ভাগ দেশ। এই অবস্থায় মিত্র বেলারুশের পাশে এসে দাঁড়াল রাশিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো ইউরোপের দুটি এয়ারলাইনসকে রাশিয়ায় প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে। প্রথম আলো আজ শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অস্বীকৃতি জানানোর কারণে এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইনস দেশটির সঙ্গে ফ্লাইট পরিচালনা বাতিল করতে বাধ্য হয়েছে। গত রোববার গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়ায় যাওয়ার পথে রায়ানএয়ারের একটি ফ্লাইট মিনস্কে ঘুরিয়ে নেয় বেলারুশের নিরাপত্তা বাহিনী। উড়োজাহাজটিতে বোমা রাখা হয়েছে, এমন মিথ্যা তথ্য দিয়ে এটা করা হয়। সোভিয়েত ইউনিয়ন যুগের একটি মিগ-২৯ যুদ্ধবিমানের মাধ্যমে পাহারা দিয়ে উড়োজাহাজটিকে মিনস্কের একটি বিমানবন্দরে অবতরণ করানো হয়। অবতরণের পরপরই ফ্লাইটের যাত্রী ও বেলারুশ সরকারের কট্টর সমালোচক সাংবাদিক রোমান প্রোতাসেভিচ ও তাঁর বান্ধবী সোফিয়াকে গ্রেপ্তার করে বেলারুশের নিরাপত্তা বাহিনী। পশ্চিমা বিশ্...