ইউরো একাদশে কলম্বিয়া-ব্রাজিল মুখোমুখি
নিউজ ডেস্ক: ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক ব্রাজিল। প্রথম দুই ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তিতের শিষ্যরা। প্রথম ম্যাচে তারা হারিয়েছে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে হারিয়েছে পেরুকে ৪-০ গোলে। দুই ম্যাচেই গোল দিয়েছে ৭টি। বিপরীতে এখনও নিজেদের ক্লিন শিট রেখেছে নেইমার অ্যান্ড কোং। আজ মুখোমুখি লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল কলম্বিয়ার। এরই মধ্যে (বাংলাদেশ সময় ভোর ৬টা) খেলা শুরু হয়ে গেছে। ‘বি’ গ্রুপে কলম্বিয়ার অবস্থান দ্বিতীয় স্থানে। এরই মধ্যে তারা খেলেছে ৩ ম্যাচ। জিতেছে ১টিতে, ১টি করেছে ড্র, একটিতে হার। মোট পয়েন্ট ৪। ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয়, এরপর ভেনেজুয়েলার সঙ্গে করেছে ড্র। পেরুর কাছে হেরেছে ২-১ গোলে। সুতরাং, আজ ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্য মরিয়া উঠবে তারা, এটা নিশ্চিত। দেখে নিন এই ম্যাচে দুই দলের একাদশ ব্রাজিল একাদশ ওয়েভার্টন, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, আলেক্স সানড্রো, দানিলো, ক্যাসেমিরো, ফ্রেড, এভার্টন রিবেইরো, রিচার্লিসন, নেইমার এবং গ্যাব্রিয়েল হেসুস। কলম্বিয়া একাদশ ডেভিড ওসপিনা, ইয়েরি মিনা, ডেভিনসন সানচেজ, উইলিয়...