ইউক্রেনকে হারিয়ে শেষ ষোলোয় অস্ট্রিয়া
স্পোর্টস ডেস্ক : গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রিয়ার সামনে। আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে কঠিন সমীকরণ মেলাল তারা। ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে উঠে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয়। রোমানিয়ার বুখারেস্টে মুখোমুখি হয় অস্ট্রিয়া-ইউক্রেন। যেখানে ২১তম মিনিটে ক্রিস্টোফ বমগার্টনারের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। হেরে যাওয়া ইউক্রেনের একমাত্র আশা এখন ছয় গ্রুপের তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আগেই গ্রুপ সেরা হওয়া নেদারল্যান্ডস। এর আগে দুইবার ইউরোতে অংশ নিয়ে কোনো জয় ছিল না অস্ট্রিয়ার; দুটিতে ড্র করেছিল, হেরেছিল চারটি। এবার তিন ম্যাচে সেই স্বাদ তারা পেল দুবার। প্রথম ম্যাচে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর নেদারল্যান্ডসের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে। The post ইউক্রেনকে হারিয়ে শেষ ষোলোয় অস্ট্রিয়া appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .