Posts

Showing posts with the label আহত ১০

বেঁদে পল্লীতে তৃতীয় দফায় সংঘর্ষ, আহত ১০

Image
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের টরকীর চর স্থায়ী বেঁদে পল্লীতে দুই গ্রুপের মধ্যে শুক্রবার ততৃীয় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহতসহ পাঁচটি বসতঘর ভাঙচুর করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বেঁদে পল্লীতে পুলিশ মোতায়েনসহ প্রশাসনের কর্মকর্তারা উভয়পক্ষের সাথে মতবিনিময় করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থায়ী বেঁদে পল্লীর বাসিন্দা নাসির সরদার, জাহান্টার সরদার, কামরুল সরদার, পলাশ সরদার, দিপু সরদার, মন্টু সরদার, হেজবুল সরদার ও পিকু সরদার দীর্ঘদিন থেকে মাদকের রমরমা বাণিজ্যসহ মানুষকে অচেতন করার যাবতীয় বিষাক্তদ্রব্যের জোগান দিয়ে হঠাৎ করে আঙুল ফুলের কলাগাছ বনে গেছেন। তারা একেকজনে আলাদাভাবে ওই পল্লীতে গড়ে তুলেছেন কোটি টাকা ব্যয়ে শীতাতপ নিয়ন্ত্রিত আলিশান বাড়ি। দীর্ঘদিন থেকে এসব অপকর্মের প্রতিবাদ করে আসছেন ওই পল্লীর প্রথম বাসিন্দা স্বপন সরদার ও তার লোকজনে। এ নিয়ে নাসির সরদার ও স্বপন সরদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। সূত্রে আরও জানা গেছে, ...