Posts

Showing posts with the label আশরাফুল আলম খোকন: দুর্ভাগা এই দেশটা কারো আপন হইতে পারলো না

আশরাফুল আলম খোকন: দুর্ভাগা এই দেশটা কারো আপন হইতে পারলো না

Image
আশরাফুল আলম খোকন :  আমলাদের উপর আঘাত আসলো ওনারা সবাই প্রতিবাদে ঐক্যমতে পৌঁছিলেন। ডাক্তারদের উপর আঘাত আসলো তাদেরও প্রতিবাদের সুর একই রকম। সাংবাদিকদের উপর আঘাত আসলো মত পথের ভিন্নতা ছেড়ে সবাই একাট্টা। স্বার্থে আঘাত আসলে দোকান মালিকরাও প্রতিবাদে সব দোকানপাট বন্ধ করে দেয়। পরিবহন শ্রমিকরা’তো কথায় কথায় সারা দেশ অচল করে দেয়। তাদের নিয়ে কোনো কথাও বলা যায় না। নিজের স্বার্থের বেলায় সবাই এক। দুর্ভাগা শুধু এই দেশটা। দেশটা কারো আপন হইতে পারলো না। এর স্বার্থে সবাই ঐক্যমতে পৌঁছতে পারে না। ফেসবুক থেকে