Posts

Showing posts with the label আরিফুজ্জামান তুহিন: কেন মিয়া খলিফা বেশি গুরুত্বপূর্ণ শচীন থেকে!

আরিফুজ্জামান তুহিন: কেন মিয়া খলিফা বেশি গুরুত্বপূর্ণ শচীন থেকে!

Image
আরিফুজ্জামান তুহিন: দিল্লির রাস্তায় যখন কৃষকেরা তিনটি আইন বাতিলের দাবিতে অবস্থান নিয়ে কাতারে কাতার মারা যাচ্ছেন, তখন ভারতের প্রাণ শচীন টেন্ডুলকার টুইট করে কৃষকদের বিরুদ্ধে সরব হয়েছেন। শচীন বলছেন, ভারতের সার্বভৌমত্বের সঙ্গে আপোস করা যায় না। বহির্শক্তি দর্শক হতে পারে। কিন্তু দেশের অভ্যন্তরীণ বিষয়ে অংশ নিতে পারে না। ভারতীয়রা ভারতকে জানেন এবং ভারতের জন্য তাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। চলুন আমরা ঐক্যবদ্ধ হই। শুধু শচীন না, একইরকম টুইট করেছেন রবি শাস্ত্রি, গৌতম গম্ভীর, অনিল কুমলে, সুরেশ রায়না বা কঙ্গনা রানউতের মতো সেলেবরা। তাদের উস্মার কারণ কী? কারণ হলো পর্নোস্টার মিয়া খলিফা, রকস্টার রিহানা, জলবায়ু আন্দোলন নেতা গ্রেথা থুনবার্গ, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ভারতের কৃষকদের পক্ষে অবস্থান নিয়েছে। শচীন ও তার সতীর্থদের টুইটের সোজা অর্থ হলো, কৃষকরা বহিরাগত, তারা পাকিস্তানি না হয় চীনা টাকায় এসব করছে। তারা মাওবাদী, তারা কেউ কেউ খালিস্তানপন্থী। ফলে এই টুকরে টুকরে গ্যাংয়ের কারণে ভারতে হিন্দুরা কস্টে আছে, ভারত কস্টে আছে। এটা পলিটিক্যাল অবস্থান। এই রাজনৈতিক অবস্থান একটি দেশের প্রান্তিক কৃষকের বিরু...