Posts

Showing posts with the label আরিফুজ্জামান তুহিন: কল্পনা

আরিফুজ্জামান তুহিন: কল্পনা, মাইকেল ও ইলিয়াস আলীরা কবে ফিরবেন

Image
আরিফুজ্জামান তুহিন: ত্ব-হা ফিরে এসেছেন, এভাবেও ফিরে আসা যায়। ভালো লাগছে শুনে। তার পরিবারে আজ খুশির দিন। কিন্তু পাহাড়ের ফুল আমাদের বোন কল্পনা চাকমাতো ফিরে এলো না। আমাদের ভাই পাহাড়ের মেঘ মাইকেল চাকমাতো ফিরে এলো না। আমাদের আরেক ভাই ইলিয়াস আলী, তিনি তো ফিরে এলেন না। ইলিয়াসের মেয়েটি নিশ্চয়ই বড় হয়ে গেছে, ও সারা জীবন জানবেন ওর বাবা মরেনি, কোথাও নিরুদ্দেশ হয়ে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ৭০ দিন নিখোঁজ থাকার পর হঠাৎ একদিন তিনি নিজেকে ভারতের সিমলায় আবিষ্কার করেন। ২০১৩ সালের ডিসেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় নিখোঁজ হন সাজেদুল ইসলাম। তার পরিবারের অভিযোগ, র‌্যাব পরিচয় দিয়ে কিছু লোক তাকে তুলে নেয়। তিনি ছিলেন বিএনপির একজন মাঠ পর্যায়ের নেতা। একই দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের আরো সাতজন নিখোঁজ হয়ে যান, যাদের সন্ধান এখনো মেলেনি। ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৪৩৫ জন গুম হওয়া মানুষের তথ্য বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে দেওয়া হয়েছিলো। তাদের মধ্যে ২৫২ জনের এখন পর্যন্ত হদিস পাওয়া যায়নি। ৩৯ জনের লাশ পাওয়া গেছে, ৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ২৭ জন বিভিন্ন সময়ে মুক...