আর রাজী: বিশ্ববিদ্যালয় পাস দেওয়া আমার প্রিয় ভাই-বোন-বন্ধু
আর রাজী: মোহ মিথ্যা অহমিকা আপনার চক্ষু অন্ধ করিয়া রাখিয়াছে কি? যৌবনের আবেগময় স্মৃতি আপনার বিরূপ অতীতের ওপরে মিষ্টি প্রলেপ দিয়া রূঢ় সত্যকে কোমল বা আড়াল করিতেছে কি? সনির্বন্ধ অনুরোধ, চক্ষু মেলিয়া অতীতের দিকে তাকাইয়া দেখুন। আপনারা প্রত্যেকে যার যার বিশ্ববিদ্যালয় জীবনে একটিবার নির্মোহ চিত্তে সত্য সন্ধানের মন লইয়া ফিরিয়া তাকান। দেখুন, বিশ্ববিদ্যালয় হইতে আপনি কী পাইয়াছেন আর বিশ্ববিদ্যালয়ে নিজে কী করিয়াছেন? খেয়াল করিয়া দেখুন আদৌ কোনো শিক্ষা-দীক্ষা বা বিদ্যা আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে দিয়াছিলো কিনা? আপনি আসলেই এমন কী কী পাইয়াছিলেন যাহা আপনার জীবনকে আলোকিত করিয়াছে? মানুষ হিসাবে আপনাকে উন্নততর করিয়াছে? এমন কিছু কি বিশ্ববিদ্যালয় আপনাকে দিয়াছে যাহা স্বজাতির কল্যাণে-মঙ্গলে আপনাকে সম্পৃক্ত করিতে পারিয়াছে? কিছু কি পাইয়াছেন যাহা বিশ্ববিদ্যালয়ের সহায়তা ব্যতীত অর্জন সুদূর পরাহত হইতো? নিজের বিশ্ববিদ্যালয় জীবনের দিকে ফিরিয়া তাকান, খেয়াল করুন, আপনার কতোজন সহপাঠী প্রকৃতই বিদ্যা-সাধনা করিয়াছেন? খেয়াল করিবার চেষ্টা করুন, একই এ্যাসাইনমেন্ট কতোজন নকল করিয়া নম্বর পাইয়াছে? মনে করিয়া দেখুন, কেবল পরীক্ষার আগের ...