আমেরিকা সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ায় : আর্ল মিলার
নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, আমেরিকান জনগণ বাংলাদেশকে ২৫ লাখ ডোজ টিকা বিনামূল্যে দিচ্ছে। এর মধ্যে সাড়ে ১২ লাখ ইতোমধ্যে এসে গেছে। বাকি সাড়ে ১২ লাখ সকালে আসবে। আমরা একটি মাত্র উদ্দেশ্য নিয়ে টিকাগুলো বাংলাদেশের জনগণের সঙ্গে ভাগ করে নিচ্ছি, সেই উদ্দেশ্যটি হলো মানুষের জীবন বাঁচানো। কারণ এটিই হলো সঠিক কাজ। আমেরিকানরা সব সময় মানুষের প্রয়োজনে ও বিপদে তাদের পাশে দাঁড়ায়। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকা বাংলাদেশকে হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। আর্ল মিলার বলেন, দুটি বিমানযোগে যুক্তরাষ্ট্র থেকে আড়াই মিলিয়ন ডোজ মডার্নার টিকা বাংলাদেশে আসছে। প্রথম বিমানটি আজ রাতে ঢাকায় অবতরণ করল এবং অপর বিমানটি পৌঁছাবে প্রায় আট ঘণ্টা পরে, সকালে। তিনি বলেন, আমরা আমাদের সামর্থ্য, ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যাই এবং যা করার দরকার, সেটা করি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের করোনা মোকাবিলায় সহায়তার ক্ষেত্রে বৃহত্তম দাতা দেশ। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দি...