আমের আবাদ দ্রুত বাড়ছে নওগাঁয়: রাজশাহীতে সংকুচিত, স্থবিরতা চাঁপাইনবাবগঞ্জে
নিউজ ডেস্ক: শতবছর ধরেই আমের জন্য জগেজাড়া খ্যাতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের। আমের রাজধানী নিয়ে কয়েক দশক ধরেই শক্ত অবস্থান নিয়েছে জেলা দুটি। তবে মাত্র পাঁচ বছরের ব্যবধানে আমের আবাদ কমে গেছে রাজশাহীতে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে আবাদ বৃদ্ধিতে স্থবিরতা নেমে এসেছে। তবে দেশের শীর্ষ দুটি জেলার দুর্বল অবস্থানে দ্রুত আমের আবাদ বাড়ছে বরেন্দ্রখ্যাত নওগাঁয়। দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলা এখন নওগাঁ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরের ব্যবধানে রাজশাহী অঞ্চলের চারটি জেলা রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আমের আবাদ বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ। যেখানে রাজশাহীতে পাঁচ বছরের ব্যবধানে আমের আবাদ উল্টো কমেছে ১ হাজার ৫৭১ হেক্টর। নওগাঁ জেলায় আমের আবাদ বৃদ্ধি পেয়েছে ১৬০ শতাংশ। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে আমের আবাদ পাঁচ বছরের ব্যবধানে ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এক বছর আগের তুলনায় বৃদ্ধি প্রায় শূন্যের কোটায়। অন্যদিকে নাটোর জেলায় স্বল্প পরিমাণে আবাদ হলেও সেখানে কমে এসেছে আমের উৎপাদন। ২০১১-১২ মৌসুমে রাজশাহীর চার জেলায় মোট ৩ লাখ ৮৪ হাজার ৭৩ টন আম উৎপাদন হয়। তব...