Posts

Showing posts with the label আমার নিঃসঙ্গ বাবা

মেজর ডা.খোশরোজ সামাদ: বাবা দিবস, আমার নিঃসঙ্গ বাবা

Image
মেজর ডা.খোশরোজ সামাদ: [১] বাবার পঞ্চান্ন বছরের জীবন সঙ্গী আমার মাকে করোনা ছিনিয়ে নেয়ার পয়লা বছর প্রায় ছুঁই ছুঁই করছে। মায়ের যখন করোনা হয় তখন বাবাও আক্রান্ত হন। দুজনই সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন। বাবা-মা দুজনই একই কেবিনে ছিলেন। মাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। নিজের অসুস্থতার সঙ্গে যুদ্ধ করলেও মায়ের কথা শুনতে চাইতেন। তিনি ভালো আছেন, এটি বললে তিনি বলতেন, ‘আমায় মিছে সান্ত্বনা দিস না ’। বাবাকে যেদিন ডিসচার্জ করা হচ্ছে সেদিন মা মহাকালের উদ্দেশ্যে যাত্রা করছেন। আমার চিকিৎসক বোন ডা. খুরশিদা সামাদ সবাতী তখন নিজেই কোভিডে ভুগে নিজ বাড়িতে আইসোলেটেড হয়ে নিজেই নিজের চিকিৎসা নিচ্ছে। আমার অনুজ ইঞ্জিনিয়ার খুররম সামাদ সৌরভ আর আমি একবার মর্চুয়ারি, একবার বনানী সামরিক কবরস্থানে মায়ের শেষ শয্যার আয়োজন করছি। চিকিৎসক হিসেবে সরাসরি এবং টেলিমেডিসিনে কতো মুমূর্ষু রোগীর চিকিৎসা করলাম। আরোগ্য নিয়ে হাসিমুখে কতোজন বাড়ি ফিরে গেলো। হতোভাগা আমি, নিজের মা-কেই বাঁচাতে পারলাম না। মহাকাব্যে লেখা কঠিনতম ট্র্যাজেডির নরক যন্ত্রণায় বিদ্ধ আমাদের পরিবার। ভয়াবহ কোভিড সিনড্রোমে ভোগা বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম সত্য জানানো হলো। আব্বার ...