Posts

Showing posts with the label আবু রুশদ: বঙ্গবন্ধু হত্যাসহ সব বড় অপকর্ম সাংবাদিকরা করেনি

আবু রুশদ: বঙ্গবন্ধু হত্যাসহ সব বড় অপকর্ম সাংবাদিকরা করেনি

Image
আবু রুশদ : বঙ্গবন্ধু হত্যাসহ সব বড় অপকর্ম করেছে কারা? সাংবাদিকরা না—!!!::: ইদানিং কয়েকটি ঘটনার প্রেক্ষিতে কিছু মানুষ, বিশেষ করে যাদের শরীর জনগণের করের টাকায় চলে এসেছে তারা কথায় কথায় পুরো সাংবাদিক সমাজকে নিয়ে যা খুশি বলে বেড়াচ্ছেন। কেউ কেউ বলছেন যে দেশের সব দুরবস্থার জন্য নাকি ‘ লোভী’, ‘দুর্নীতিপরায়ণ’ সাংবাদিকরাই দায়ি! এদের কথা শুনে মনে হয় সাংবাদিকতায় যারা আছেন তারা সব খারাপ আর ওনারা সব ফেরেশতা! ওনারা সোনার বাংলা তৈরি করতে কতোই না পরিশ্রম করেছেন ও করছেন কিন্তু সাংবাদিকদের জন্য সব শেষ হয়ে যাচ্ছে! বেশি কথা বলছি না, দেখা যাক এদেশের বড় কোন অপকর্মে সাংবাদিক জড়িত ছিল কিনা? কয়েকটি প্রসঙ্গের উদাহরন টানছি মাত্র: ১। বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করেছিল কে বা কারা? সাংবাদিকরা? না এদের কেউ ষড়যন্ত্রে জড়িত ছিল? ২। সশস্ত্রবাহিনীতে ১৯৭৫-৮১ পর্য়ন্ত ২২ টি সামরিক অভ্যুত্থান করেছিল কারা? সাংবাদিকরা? ৩। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে কারা? সাংবাদিকরা? ৪। ১৯৮২ সালে বড় আব্বাদের কথায় একটি জনপ্রিয় সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করেছিল কারা? সাংবাদিকরা? ৫। সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম এস কিবরিয়...