Posts

Showing posts with the label আফগানিস্তান থেকে ৫০ শতাংশ মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন

আফগানিস্তান থেকে ৫০ শতাংশ মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন

Image
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি মোতাবেক আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। গত মে মাস থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় ইতিমধ্যে ৫০ শতাংশেরও বেশি সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ জুন) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। ঘোষণা বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা অধিদফতর এখন পর্যন্ত আফগানিস্তানের বাইরে প্রায় ৫০০ সি-১৭ লোডের সমপরিমাণ সরঞ্জাম সরিয়ে নিয়েছে। এ ছাড়া প্রায় ১৩ হাজার সরঞ্জাম বিন্যাসের জন্য প্রতিরক্ষা লজিস্টিক এজেন্সিতে পরিণত করেছেন। ১৩ হাজার সরঞ্জাম প্রায় সবগুলোই ফেডারাল অতিরিক্ত ব্যক্তিগত সম্পত্তি নিয়ে গঠিত। এই সরঞ্জামগুলোতে প্রতিরক্ষামূলক নিবন্ধন থাকে না অথবা প্রধান সরঞ্জাম হিসেবে বিবেচিত হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে সেখানে সহিংসতা ক্রমশ বাড়ছে। কেবল বিগত মে মাসেই ২৫০ এর অধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এসব ঘটনার পেছনে তালেবানদের হ...