অভিনব প্রতিবাদ : রাস্তার গর্তে নিজেকে ‘কবর’ দিলেন ট্রাকচালক
আন্তর্জাতিক ডেস্ক : রাস্তার বেহাল দশা। জায়গায় জায়গায় ভেঙে গেছে। সেই ভাঙা অংশগুলো আস্তে আস্তে বড় গর্তে পরিণত হয়েছে। আর সেগুলোতে পানি জমে রূপ নিয়েছে ডোবায়। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে। দুর্ঘটনার আশঙ্কা তো রয়েছেই। ভারতের রাজস্থানে সড়কের এমন দুরবস্থা দেখে এক ট্রাকচালক অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। লক্ষ্মণ বাথওয়ার নামের ওই ট্রাকচালক রাস্তায় তৈরি হওয়া একটি গর্তের মধ্যে ঢুকে নিজেকে প্রতীকীভাবে কবর দেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির রাজকোট সফরের দিন লক্ষ্মণ ও তার বন্ধুরা মহাসড়কে হাজির হন। সঙ্গে ট্রাক্টরে করে নিয়ে আসেন মাটি। এরপর বড় এক গর্তের মধ্যে ঢুকে পড়েন লক্ষ্মণ ও তার এক বন্ধু। এরপর দুজনের ওপর ফেলা হয় মাটি। বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর অবশ্য ট্রাকচালক ও তার বন্ধু উঠে আসেন। পরে গর্তটি মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়। এ ব্যাপারে লক্ষ্মণ বলেন, আমি একজন ট্রাকচালক। এই রাস্তা দিয়ে আমাকে সকাল-সন্ধ্যা যেতে হয়। গত একমাস ধরে রাস্তার বেহাল দশা। কর্তৃপক্ষ সব জানে। কিন্তু চোখ বন্ধ করে বসে আছে। মুখ্যমন্ত্রী সফরে না এলেও আমি এভাবেই প্রতিবাদ করতাম। পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রাস্তা ঠিক করার...