Posts

Showing posts with the label আন্তর্জাতিক

অভিনব প্রতিবাদ : রাস্তার গর্তে নিজেকে ‘কবর’ দিলেন ট্রাকচালক

Image
আন্তর্জাতিক ডেস্ক : রাস্তার বেহাল দশা। জায়গায় জায়গায় ভেঙে গেছে। সেই ভাঙা অংশগুলো আস্তে আস্তে বড় গর্তে পরিণত হয়েছে। আর সেগুলোতে পানি জমে রূপ নিয়েছে ডোবায়। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে। দুর্ঘটনার আশঙ্কা তো রয়েছেই। ভারতের রাজস্থানে সড়কের এমন দুরবস্থা দেখে এক ট্রাকচালক অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। লক্ষ্মণ বাথওয়ার নামের ওই ট্রাকচালক রাস্তায় তৈরি হওয়া একটি গর্তের মধ্যে ঢুকে নিজেকে প্রতীকীভাবে কবর দেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির রাজকোট সফরের দিন লক্ষ্মণ ও তার বন্ধুরা মহাসড়কে হাজির হন। সঙ্গে ট্রাক্টরে করে নিয়ে আসেন মাটি। এরপর বড় এক গর্তের মধ্যে ঢুকে পড়েন লক্ষ্মণ ও তার এক বন্ধু। এরপর দুজনের ওপর ফেলা হয় মাটি। বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর অবশ্য ট্রাকচালক ও তার বন্ধু উঠে আসেন। পরে গর্তটি মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়। এ ব্যাপারে লক্ষ্মণ বলেন, আমি একজন ট্রাকচালক। এই রাস্তা দিয়ে আমাকে সকাল-সন্ধ্যা যেতে হয়। গত একমাস ধরে রাস্তার বেহাল দশা। কর্তৃপক্ষ সব জানে। কিন্তু চোখ বন্ধ করে বসে আছে। মুখ্যমন্ত্রী সফরে না এলেও আমি এভাবেই প্রতিবাদ করতাম। পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রাস্তা ঠিক করার...

জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি কাজে লাগানোর আহ্বান

Image
জুমবাংলা ডেস্ক: এজেন্ডা ২০৩০ অর্জনের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি কাজে লাগানোর আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের ফোরামের সাধারণ আলোচনায় ভাষণ প্রদানকালে তিনি এ আহ্বান জানান। উচ্চ পর্যায়ের এই ইভেন্টটি আয়োজন করেন ৭৩তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিজ্ মারিয়া ফার্নান্দে এস্পিনোসা গার্সেজ। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উল্লেখ করেন, আজ থেকে ২০ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ‘শান্তির সংস্কৃতি’র মতো আদর্শিক রেজুলেশনটি গ্রহণের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ যা ছিল দেশের জন্য অত্যন্ত মর্যাদার বিষয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি জাতিসংঘে উত্থাপন করেন এবং ঐ বছরই সাধারণ পরিষদ তা এজেন্ডা হিসেবে গ্রহণ করে এবং পরবর্তীতে ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে চূড়ান্ত...

টোল দিতে গাড়ি থামানো লাগবে না পদ্মা সেতুতে

Image
জুমবাংলা ডেস্ক : দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। আর এই সেতুতে থাকছে সব রকম আধুনিক সুযোগ সুবিধা। এবার জানা গেলে টোল দিতে গাড়ি থামানো লাগবে না পদ্মা সেতুতে। টোল আদায়ে ইলেকট্রনিক পদ্ধতি থাকায় বুথে থামাতে হবে না কোনো গাড়ি। অত্যাধুনিক ট্রাফিক ইনফরমেন অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করার ফলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে জানা যাবে যানবাহনের অবস্থান। এমন সব সুবধিাসহ পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ে কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সেতু কর্তৃপক্ষ। তাছাড়া, কোম্পানিটি অত্যাধুনিক প্রযুক্তির ট্রাফিক ইনফরমেশন এপলিকেশন চালু করবে। এ পদ্ধতিতে প্রতি মুহূর্তে সড়ক, সেতু বা এর আওতাধীন অন্য যে কোন অবস্থানের বিদ্যমান যানবাহন সংক্রান্ত তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে মোবাইল, বেতার বা অন্য কোন ডিভাইসের মাধ্যমে জানা যাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ টোল আদায় করে এ ধরণের সংস্থাসমূহের জনবলকে প্রশিক্ষিত করবে তারা। The post টোল দিতে গাড়ি থামানো লাগবে না পদ্মা সেতুতে appeared first on Zoom Bangla News .