Posts

Showing posts with the label আনোয়ারায় লোকালয় থেকে বিরল প্রজাতির বাঘ উদ্ধার

আনোয়ারায় লোকালয় থেকে বিরল প্রজাতির বাঘ উদ্ধার

Image
আনোয়ারায় বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৫ মে) দুপুর ১ টায় উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আল আমিন একাডেমি সংলগ্ন ধানের মাঠ থেকে অক্ষত অবস্থায় এটিকে উদ্ধার করে স্থানীয়রা। বাঘটি চিড়িয়াখানায় হস্থান্তর প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। স্থানীয় বোয়ালিয়া গ্রামের বাসিন্দা আল আমিন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মোহাম্মদ আবদুল করিম জানান, একাডেমি সংলগ্ন ধানের মাঠে বিরল প্রজাতির মেছো বাঘটি ঘুরতে দেখেন স্থানীয়রা। এরপর স্থানীয় যুবক মোজাম্মেল, পরিমল ও ফরসালের সহায়তায় এটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্কে বিষয়টি জানানো হয়। বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ জানান, বিরল প্রজাতির মেছো বাঘটিকে অক্ষত রয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃতপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং হস্থান্তর প্রক্রিয়াধীন রয়েছে। আনোয়ারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দেলোয়ার জানায়, আনোয়ারার দেয়াঙ পাহাড় ও সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন ইউনিয়নের ঝোঁপঝাড়ে বন্যপ্রাণী শিয়াল, মেছো বাঘ, বন বিড়ালসহ নানান প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। এ গুলো বিভিন্ন সময়ে খ...