আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, ২ গ্রুপের সংঘর্ষ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন গড্ডিমারী এলাকায় ট্রাক্টর দিয়ে চাষ করে আমন ধান খেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে দুলাল হোসেন গং এর বিরুদ্ধে। এ সময় বাধা দিলে দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে বাবু নামে একজনের অবস্থা আশংকাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে হয়। সোমবার (১০ মে) বেলা দেড়টার দিকে উপজেলার গড্ডিমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে সোহরাব আলী বাদী হয়ে দুলাল হোসেনসহ ২২ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গড্ডিমারী এলাকায় ইতিপূর্বে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস নামীয় মধ্য-গড্ডিমারী এলাকার ১ একর ২০ শতাংশ জমি সাব কবলা মুলে ক্রয় করেন ভোগ দখল করেন ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে সোহরাব আলী (৪৮) ও তার ছোট ভাই আরমান আলী (৪২)। ওই জমি নিয়ে আসামীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে সহকারী জজ আদালত লালমনিরহাটে ৬৭/২০০৫ নং মামলা করেন সোহরাব আলী ও তার ভাই। আদালত বাদী বিবাদীর কাগজ পর্যালোচনা করে সেই মামলায় সোহরাব আলী ও তার ভাইয়ের পক্ষে রায় দিয়ে গত ৩১/০১/২০১৩ তারিখের...