[১] আশুগঞ্জে র্যাবের অভিযানে সাড়ে আট কেজি গাঁজা জব্দ, আটক ৪
গোলাম সারোয়ার:[২] পৃথক পৃথক অভিযানে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা সংলগ্ন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৮.৪ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ-১৫০০ টাকা‘সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । [৩] ৩ মে বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব মারফত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাব জানায়,০৩ জুন সকাল ০৯.০৫ টায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা সংলগ্ন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম(২৪), পিতা- সুলতান খা, গ্রাম-নগরিয়া পাড়া (কৈচাপুর) লিটন (৩৮), পিতা- আজিজুল হক, গ্রাম- কৈচাপুর (কৈচাপুর, ইসমাইল হোসেন (২১), পিতা- আবু বক্কক সিদ্দিক, গ্রাম- কৈচাপুর(কৈচাপুর) সর্ব থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন। [৪] এসময় ধৃত আসামীদের এর নিকট হতে ৬.৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ১০০০ টাকা‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। একই তারিখ একই স্থানে সকাল ১০.১৫ টায় পূনরায় অভি...