Posts

Showing posts with the label আটক এক

[১] সিংগাইরে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা, আটক এক

Image
সিরাজুল ইসলাম:[২]  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে নাসির উদ্দিন (২৭) নামের এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুন) রাত সোয়া ৮টার দিকে নিহতের বাড়ির সামনে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ জাফর নামের একজনকে আটক করছেন বলে জানা গেছে। নিহত নাসির উদ্দিন বাস্তা গ্রামের মোঃ ইসহাকের পুত্র ও এক কন্যা সন্তানের জনক। [৩] এলাকাবাসি সূত্রে জানা যায়, হত্যাকান্ডের ঘটনার আগের দিন মঙ্গলবার (৮জুন) বিকেলে তুচ্ছ ঘটনার জের ধরে একই গ্রামের হাজি সফর ও নাসির উদ্দিনের পরিবারের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে হাজি সফরের পরিবারের ১০-১২ জন অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে নাসির ও তার দু‘ভাই-এরশাদ এবং বছিরের ওপর হামলা করে। এ সময় হাজি সফরের পুত্র লাবু চাইনিজ কুড়াল দিয়ে নাসিরকে কুপিয়ে আহত করে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের খাদে ফেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। [৪] এদিকে, নাসিরের পরিবারে...

[১] আশুগঞ্জে র‌্যাবের অভিযানে মোটরসাইকেলে মিলল ইয়াবা, আটক এক

Image
গোলাম সারোয়ার:[২] আশুগঞ্জ প্রতিনিধিঃজেলার আশুগঞ্জ থেকে ৫০৭০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । [৩] ৪ জুন শুক্রবার দুপুরে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। [৪] র‌্যাব জানায়, ০৪ জুন দিবাগত রাত০১.০০ টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গাজী জিয়া উদ্দিন বাবলু (৪০), পিতা-মৃত কাজী মনিরুল ইসলাম, গ্রাম-মজলিশপুর,থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীর নিকট হতে ৫০৭০ পিচ ইয়াবা, মোটরসাইকেল ০১ টি ও মাদক বিক্রয়ের নগদ-১০০০ টাকাসহ উদ্ধার করে জব্দ করা হয়। [৫] ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে...