পটল চাষের আড়ালে গাঁজার চাষ, আট ১
ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড় মাঠের পটল ক্ষেতে গোপনে গাঁজার চাষ করছিলেন মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। আর টিভি বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ওই মাদক ব্যবসায়ীর পটল ক্ষেতে অভিযান চালিয়ে ৪৪ কেজি ওজনের গাঁজার গাছ জব্দ ও তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো পাঁচবিবি উপজেলার পলাশগড় গ্রামের শাকলু খালকোর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শাহেদ আল মামুন জানান, পটল ক্ষেতের মালিক মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো নির্জন মাঠের ভিতরে ১ বিঘা জমিতে পটল চাষের পাশাপাশি গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটল ক্ষেতে থাকা ৪৪ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মামলা করাসহ আদালতে পাঠানো হবে। The post পটল চাষের আড়ালে গাঁজার চাষ, আট ১ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .