আজকে অনিচ্ছা থাকা সত্ত্বেও লকডাউনে থাকতে হচ্ছে: আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যখনই সুযোগ পেয়েছেন তখনই বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছেন। ১৯৯৬ সালে যখন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করেন তখনও তিনি বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি নিয়োজিত ছিলেন। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে সরকার গঠন করে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলে আজকে সারা বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে আছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আজকে অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাদেরকে লকডাউনে থাকতে হচ্ছে। যাতে কোভিড ১৯ ছড়িয়ে না যায় মানুষ যাতে আক্রান্ত না হয়। সেই সব কারণে চাকুরি ব্যবসাসহ বিভিন্ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং সেই কারণেই রোজার সময় আপনাদের যেন কষ্ট না হয় সেটা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য ...