আজ থেকে দিনে ফেরি চলাচল বন্ধ
আজ শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। তবে, পণ্যবাহী পরিবহণ পারাপারের জন্য শুধুমাত্র রাতে চলবে ফেরি। শুক্রবার রাতে বিআইডব্লিউটিসি জানায় সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা বিস্তার রোধে পাটুরিয়া ও মাওয়া ফেরি ঘাটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ঈদে গণপরিবহন বন্ধ থাকায় গাদাগাদি করে মানুষ ফেরিতে পার হচ্ছেন। শুক্রবার ছুটির দিন এ প্রবণতা বহুগণে বেড়ে যায়। দিনভর হাজার হাজার মানুষ গাদগাদি করে ফেরি পার হয়। এ অবস্থায় করোনা সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা। পরে, রাতে বিআইডব্লিউটিসি এ নির্দেশ দেয়। বার্তাবাজার/পি