আগামী ২৭ মে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন, আম পরিবহনে খরচ ১ টাকা
নিউজ ডেস্ক: এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে প্রতি কেজি আম পরিবহন করতে খরচ পড়বে ১ দশমিক ৩০২ টাকা। মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়। ওই বছর জুন-জুলাইয়ে মোট ৮৫৭ মেট্রিক টন আম ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে পরিবহন করা হয়েছিল। বুধবার (১৯ মে) রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ২৭ মে থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় আসবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। মন্ত্রণালয় সূত্র জানায়, এদিন চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন। গত বছরের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের এই ম্যাংগো স্পেশাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা- রাজশাহী –ঢাকা রুটে চলাচল করবে। মন্ত্রণালয় দফতর জানায়, এ উপলক্ষে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদারের নির্দেশনায় দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আব্দুলপুর, আড়ানী, সরদহ রোড, রাজশাহী, কাকন হাট ও চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে মোটর ট্রলিযোগে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে আম পরিবহন নিয়ে আলোচনা ও ব্যাপক প্রচার চালাচ্ছেন।