Posts

Showing posts with the label আকতার বানু আলপনা: সুবিধাভোগী পুরুষ!

আকতার বানু আলপনা: সুবিধাভোগী পুরুষ!

Image
আকতার বানু আলপনা: সাংসারিক কাজের চাপে গত প্রায় এক মাস ধরে আমি সিরিয়াস কিছু লিখতে পারিনি। সারা দিনে মাত্র একটা মিনিটও আমি বের করতে পারিনি, যখন একটু নিশ্চিন্ত হয়ে বসে কিছু একটা নিয়ে গভীরভাবে ভাববো বা কিছু একটা পড়বো। অথচ আমার মাথার মধ্যে অনেকগুলো এলোমেলো আইডিয়া প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। অনেকগুলো অফিসিয়াল এবং একাডেমিক কাজ জমে আছে। এখানে উল্লেখ্য যে, আমার বাড়িতে আমার কাজে সহায়তা করার জন্য দু’দুজন কাজের লোক আছে (একজন ছুটা, একজন রাতদিনের)। তবু সময় পাইনি শুনে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? অবাক হবেন না। আমরা যারা কাজের লোককে দিয়ে কাজ করাই, তারা জানি যে, বাড়িতে একশটা কাজের সহায়তাকারী থাকলেও আপনি নিজে না নড়লে কোনো কিছুই ঠিকঠাকমতো হয় না। ট্রাস্ট মি! কোনো কিছুউউউই ঠিকঠাকমতো হয় না! কোনো একটা কাজও নয়। মোর‌্যাল অব দ্য স্টোরি : সারা পৃথিবীতে সাংসারিক কাজ, পরিবারের লোকেদের দেখাশোনা এবং সন্তান লালনপালন করা ছাড়া আর সবক্ষেত্রে (লেখালেখি, গবেষণা, খেলাধুলা বা সৃষ্টিশীল যেকোনো কাজের ক্ষেত্রে) পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ এবং অবদান অনেক কম। এর কারণ হলো, সাংসারিক নানা দায়-দায়িত্ব পালন করার পর মেয়েদের ...