আওয়ামী লীগের অনেক থানা ও ওয়ার্ড শাখার নেই পূর্ণাঙ্গ কমিটি
সমকাল: ঢাকা মহানগরে সাংগঠনিকভাবে অগোছাল হয়ে পড়েছে আওয়ামী লীগ। কারণ অনেক থানা ও ওয়ার্ড শাখার নেই পূর্ণাঙ্গ কমিটি। পাঁচ থেকে ১৪ বছর ধরে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে সাংগঠনিক কার্যক্রম চলছে, এমন কমিটি অসংখ্য। আবার কোনো কোনো কমিটির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের মৃত্যু ঘটেছে। ফলে সেটি পরিণত হয়েছে ‘এক নেতার সংগঠনে’। কয়েক বছর আগে পূর্ণাঙ্গ হওয়া কমিটিগুলোতে বিএনপি-জামায়াত, ফ্রিডম পার্টির নেতাকর্মীসহ নানা অপকর্মে যুক্ত ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটানোর অভিযোগ রয়েছে মহানগর ও থানা নেতাদের বিরুদ্ধে। থানা-ওয়ার্ডে এমন বিতর্কিত নেতার সংখ্যাও কম নয়, যাদের বিরুদ্ধে রয়েছে অনুগতদের নিয়ে ‘পকেট কমিটি’ বানিয়ে দখল, সন্ত্রাস, চাঁদাবাজি-টেন্ডারবাজি, মাদক ব্যবসাসহ অপকর্ম চালানোর অভিযোগ। এদিকে মহানগরীর উত্তর ও দক্ষিণ অংশে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। মহানগর উত্তরে ২৭টি টিমের মাধ্যমে এ কার্যক্রম চলবে। আটটি সংসদীয় এলাকায় আটটি সাংগঠনিক কমিটি গঠনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন মহানগর দক্ষিণের নেতারা। ২০১৯ সালের ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে...